Header Ads

Header ADS
ফেইসবুক আগে কেউ চাইলে ক্রাস করতে পারত,এখন তা হয়না শুধু ডিএক্টিভ করে রাখা যায় বা অন্যের কাছে মালিকানা দেয়া যায় এই বিশাল সম্পত্তি টা ।আর কি রকম ছবি দেখে মানুষ আপনাকে স্বরন কববে তা জানেন, আপনার কোন মৃত ভাই বোন বা স্বজনের যেটা আপনি তুলেছিলে তার মৃত্যুর সময় কবর দেয়ার পূর্বে! এসবের জন্য আল্লহর কাছে মাফ চাওয়া উচিৎ তিনি চাইলে আমাদের মাফ করতে পারেন।কি হয় একটা মরে যাওয়া মানুষের সাথে ছবি তুলে যখন তার হাড়গুলি সোজা হয়ে যায় আপনি এই অবস্তায় তাকে হাড় ভেংগে হলেও বসাচ্ছেন,তার গলা ধরে হাসছেন। একটা সেলফির জন্য ।কত আনন্দ দিতে জানে এই স্মার্ট ফোন মানুষের মৃত্যুতে আমাদের কে হাসায়! ছি কত নোংড়া আজ আমরা ।কোন মানুষ এইসব করতে পারে না এমনকি কোন হিংস্র জানোয়ারও!আমার মনে হয় এই সব হচ্ছে এই স্মার্ট ফোনের কারনে।কেউ বলে থাকেন যে আমি যদি ভাল কাজে এটাকে ব্যবহার করি তাতে ক্ষতি কি? আমি বলি কি এটা আপনি মানতে বাধ্য যে পরিবেশ পরিস্থিতি অনেক কিছুই বাধ্য করে।আর আমরা মানুষ ভুল করে থাকি,এবং শয়তান ,সেতো আমাদের সবচেয়ে কাছের লোক তাই আমরা ভাল অনেক জিনিষ খারাপ ভাবেই ব্যবহার করতে বাধ্য হই,করি।আরেকটা জিনিষ আমরা যারা মুসলমান তারা জানি যে নারীদের পর্দা করা ফরজ যা নামাজের মত।কিন্তু আমরা নিজেরা যদি আমাদের পরিবারের নারিদেরকে ফেইবুকের মাধ্যমে অন্য পূরুষের কাছে পাটিয়ে দেই তবে আর ঘরের দরজায় কাপড়ের ঢাকনা নিয়ে লাভ কি? আর ফেইসবুক ব্যবহারকারি যারা দেখল এই মহিলাদের ছবি তাদের কেও গুনাহ গার বানিয়ে দেয়া হল,তবে তাদের দেখার জন্য নিজেরাও অনেকটা দায়ী হবেন এই জন্যে যে চক্ষু হেফাযাত রাখার দায়িত্ব কিন্তু নিজের ।শয়তান চাইবেই আপনাকে দিয়ে খারাপ জিনিস দেখানোর। আপনি যদি ধর্মে বিশ্বাস নাই করে থাকেন তবে নিরাপত্তার কারনে অন্তত এসব থেকে বিরত থাকুন প্লিজ,নিজের পরিবারের কোন লোকের একটা ছবি ফেইসবুকে যে কত অনিরাপদ তা জানা না থাকলে জেনে নিবেন। তবুও স্মার্ট ফোনের এই অপব্যবহার থেকে আমরা যেন দূরে থাকি ।প্রয়োজনে সু ব্যবহার করি।লিখার আছে অনেক কিছুই।আজ এ পর্যন্ত ।আল্লাহ আমাদের হেদায়াত দান করুন।আমীন


                                                                                                      আমিনুল ইসলাম
                                                                                                        সিলেট ল কলে

No comments

Powered by Blogger.