Header Ads

Header ADS

গত ২0 মে সারাদেশে সম্মানিত ডাক্তার গন তাদের প্রাইভেট প্রাকটিস বন্ধ রেখেছিলেন । যদিও তাদের ঐ দিনের অতিরিক্ত আয় বন্ধ ছিল, সংকট ধারন করেছিল প্রচন্ড আকারের।চরম দুর্ভোগ পোহাতে হয়েছে  রোগিদের তথা সাধারন মানুষের। (সুত্র; পরের দিনের সিলেটের ডাক) কারন ডাক্তার মানে সেতো মানুষ নয়,মানুষের চোখে সে ভগবান। তাদের দাবি ছিল যৌক্তিক যা আমিও সমর্থন করি ।কিন্তু প্রতিবাদের ভাষা অন্যরকম হওয়া উচিৎ ছিল বলে আমি মনে করি। যাতে করে ডাক্তার দের উপর হাত তুলা এবং সাস্থ্য প্রতিষ্টান ভাংচুরকারী সন্ত্রাসীরা সাজা পায় ,কোন সাধারন রোগি নয় ।আশা করি বিষয়টি তাহাদের বোধগম্য হবে।

No comments

Powered by Blogger.