Header Ads

Header ADS
নেই।আসলে এই স্মার্ট ফোনের গুরুত্ব বলে বা লিখে শেষ করার মত নয় ।কিন্তু তাতে কি আমরাতো আডভান্স হচ্ছি,একজন লোক অনেক পর বিদেশ থেকে এসেছে তবে তার পরিবারে এ নিয়ে কোন আনন্দ নেই,কেন জানেন?আরে সেতো আসার আগেই ভিডিও কলে কথা বলেছে এমনকি রোজ করত,তাই এখানে আনন্দের কিছু নেই ,আনন্দ মাটি! আর এসেই পরিবারের সবাইকে নিয়ে এই স্মার্ট ফোনের মাধ্যমে অনলাইনে কাপড় পছন্দ করে ছেলেমেয়েদের জন্য অর্ডার দিয়েছে।এনে দেখা গেলো যে যেরকম ভাল মানের কাপড় মনে করেছিল তা নয় বরং দামটা অনেক বেশী হয়েছে! এতে ছোট ছেলেমেয়েদের নতুন কাপড় পেয়ে দেখে যে আনন্দ হবার কথা ছিল তা নেই কারন তারা আগে দেখেই পছন্দ করেই কিনেছে বরং এখন আনন্দ কি কেদেও কিছু করার নাই ,কাপড় পরার মত নয় কেউ পড়বেনা অযথা টাকা গেল।তবে ধন্যবাদ টাই পেতে পারে শুধু এই স্মার্ট ফোন।এই কি শেষ?না ভাই আরো আছে ,তো জানবেন কি?জেনে রাখুন একটা স্মার্ট ফোন আপনার কত প্রয়োজন,যে আপনাকে সারাজীবন বাছিয়ে রাখবে আপনার ফেইসবুকের ফ্রেন্ড লিষ্টে ,বিষয় টা কি দারুন,তাই না?হা যে ছবি কখনো ডিলিট হয়না যদি আপনি না করেন এমনকি মরার পরও যা কবরে গেলে আপনাকে মনে রাখছে তার চেয়ে ভাল বন্ধু আরা কে হতে পারে? 

No comments

Powered by Blogger.