এক কথায় প্রকাশ
মানুষ
কখন কি?
মানুষ যখন কাউকে জন্ম দেয়-জন্মদাতা। যখন লোহার কাজ করে-কামার।
যখন জন্মায়-নবজাতক। যখন মাটির কাজ করে-কুমার।
যখন গাড়ি চড়ে-যাত্রী। যখন পত্রিকায় কাজ করে-সাংবাদিক।
যখন গাড়ি চালায়-ড্রাইবার। যখন প্রতিযোগিতায়-প্রতিযোগি।
যখন মাছ ধরে-জেলে। যখন প্রতিদন্দিতায়-প্রতিদন্দি। যখন
নৌকা চালায়-মাঝি। যখন অন্যের কিছু বহন
করে-বাহক। যখন একই
কাজে –কলিগ।
যখন মসজিদের সামনে- ইমাম। যখন বিমান চালায়-পাইলট।
যখন মসজিদে –মুসল্লি। যখন মারা যায়-লাশ।
যখন পড়ালেখা করে-ছাত্র। যখন মরেও বেচে থাকে-অমর।
যখন পড়ায়-শিক্কক।
যখন পথে চলে-পথিক।
যখন আরোহন করে-আরোহী।
যখন হাসপাতালের বেডে-রোগী।
যখন চিকিৎসা করেন-ডাক্তার।
যখন পার্কে-দর্শনার্থী।
যখন পর্যটনে-পর্যটক।
যখন বাজারে-ক্রেতা।
যখন দোকানে-বিক্রেতা।
যখন নগরে-নাগরিক।
যখন বিদেশে-প্রবাসি।
যখন নির্বাচিত-নেতা।
যখন রাজনিতিতে-রাজনীতিবিদ।
যখন মাঠে কাজে-কৃষক।
যখন মাঠে খেলে-খেলোয়াড়।
যখন গান গায়-শিল্পি।
যখন অভিনয়ে-অভিনেতা।
যখন কাপড় বুনে-তাতী।
যখন ব্যংকে-ব্যংকার।
যখন সিংহাসনে-রাজা।
যখন রাজার অধীনে-প্রজা।
যখন অফিসে-কর্মকর্তা।
যখন কর্মকর্তার অধীনে-কর্মচারী।
No comments