Header Ads

Header ADS
স্বাভাবিক।এবার আসুন কাজ পাবেন কই বা কে দেবে কাজ? এখন অনেক মার্কেটগড়ে উঠেছে,তবে upwork.com পৃথিবির সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস ।আপনি সেখানেই শুরু করুন।পরে না হয় অন্য টায় গেলন। এখানেই আপনি পাবেন আপনার শিখা কাজের অসংখ অফার।একটা ভাল কাজ দিয়ে আপনি শুরু করুন ,তারপর আস্তে আস্তে অনেক কাজ শিখবেন করবেন,তখন আয় টা দিন দিন বেড়েই চলবে। তো একাউন্ট খুলুন ধাপে ধাপে তাদের দেয়া রুল অনুস্বরন করে ।ওভার ভিউ লিখেন সংক্ষেপে যাতে যে কেউ পড়লে সহজেই আপনার সম্পর্কে একটা ভাল ধারনা তা মাথেয় ঢুকে। ভাল একটি ছবি দেন যাতে আপনার ছবি দেখে ক্লায়েন্ট ভাবতে পারে যে আপনি আসলে কাজের লোক আর একটি লোকের চেহারা তার মধ্যে থাকা অনেক ভাল গুনের কথা ফুটিয়ে তুলে।মিথ্যা কোন তথ্য দিবেন না ।পরে জামেলায় পড়তে পারেন।মনে রাখবেন একবার যদি কোন কারনে একাউন্ট ব্লক হয় আর করতে পারবেন কিনা সন্দেহ। এবার আপনার কাজের সীকৃতির সার্টিফিকেট গুলি টিক টাক করে সাজিয়ে দেন প্রমান স্বরুপ। আপনার করা কাজের সবচেয়ে ভাল কাজ গুলি দিয়ে পোর্টফোলিও সাজান । আপনি যে কাজ জানেন সে কাজের উপর পরিক্ষা দিন। অন্য বিষয়ে পরিক্ষা দেয়ার সুযোগও আছে,তবু আপনি নিজের কাজের উপর পরিক্ষা দিন তাতে একজন ক্লায়েন্ট  আপনাকেই কাজ দেওয়ার সম্ভাবনা বেশী রাখে।নিজের কাজের উপর পরিক্ষা দিতে গিয়ে গুগোলের সাহায্য নিতে পারেন পরিক্ষা দেয়ার সময়ই।যা আপনার জন্য হেল্পফুল হবে। একটা অনলাইন ব্যংক একাউন্ট যোগ করুন।টাকা তুলতে সহজ হবে যদিও আরো অনেক ভাবেই টাকা তুলা যায় যেমন পেপাল বা মাষ্টার কার্ড দ্বারা। আপনার থেকে থাকলে তার নং যোগ করুন।এখন ৩ ঘন্টার মধ্যেই টাকা চলে আসবে আপনার একাউন্টে।

No comments

Powered by Blogger.