Header Ads

Header ADS
একাউন্টে।পরের ধাপে আপনি কোথায় কাজ করেন ,কতদিন যাবত করেন তা লিখুন।এবার আপনার সার্টিফিকেট যোগ করুন,যেটা আপনার একাডেমিক।এরপর কোন অভিজ্ঞতা থাকলে যোগ দিন। এবার কাজ খুজে বিড করা শুরু করুন। মনে রাখবেন টাকা আয় করা মোটেও সহজ কাজ নয়,তাই এখানেও যত সহজ ভাবচেন তত সহজ নয় ,এর জন্য ধৈর্য ধরতে হবে।এখানে প্রথম কাজ পেতে অনেক সময় লাগে কিন্তু বিরক্ত হলে চলবেনা।বিড করতে থাকেন।প্রতিটি কাজ করার আগে একটি কভার লেটার লিখতে হয়।যেখানে আপনি যে কাজ টি করতে চান এরকম কাজ আগে করেছেন কিনা বা কত বছর যাবত এ কাজ করতেছেন,এছাড়া কেন আপনি এই কাজ করতে আগ্রহি তা বলে দিতে হয়,এবং অনেক সময় ক্লায়েন্টের ২/১ প্রশ্নের উত্তর দিতে হয়।আরেক টি কথা ফ্রিলান্সারদের কয়েকটি ধাপ থাকে যেমন যারা একেবারে নতুন তারা এন্ট্রি লেভেল যারা কিছু কাজ করেছে তারা ইন্টার মিডীয়েড এবং যারা অনেক দিন ধরে করছে তারা এক্সপারট,এবার নিশ্চয় বুজে গেছেন আপনি কোন ধাপে আছেন।

No comments

Powered by Blogger.