Header Ads

Header ADS
যায়। আর পর্ণ সাইট তো আছেই,আর ভার্চুয়াল জগতের মধ্যে পর্ণ সাইটের ব্যবসাই সবচেয়ে বেশি রমরমা। বিয়ের পরে কি করবে আগে থেকেই জানা হয়ে যায়,কত আডভান্স হয়েছি আমরা স্মার্ট ফোনের ছোয়ায়।কিন্ত আমাদের কি একবারও ভেবে নেয়া উচিৎ নয় যে আমরা আসলেই কি আডভান্স হচ্ছি নাকি নৈতিকতার মাথা খাচ্ছি?কত কষ্ট করে তিনবেলা ভাত খেতে হয়,তবে ইন্টারনেট কিনতে তত খরচা লাগেনা,কারন আডভান্সদের ভাত নয় যেন ইন্টারনেট মৌলিক অধিকার।আপনি ভাবছেন আপনার সন্তান কত ভাল সে রাতে বাইরে যায়না ,সময়মত ঘুমায় তার শরির ভাল থাকবে,আরে বাবা সে বাইরে যাবে কেন স্মার্ট ফোন আছেই ,আদৌ কি শরির ভাল থাকছে নাকি শরির খারাপের সাথে সাথে মন খারাপ হচ্ছে,মানসিকতা খারাপ হচ্ছে,টাকা নষ্ট হচ্ছে ,সময় নষ্ট হচ্ছে ,আর কত কি!অবশ্য কেউ যদি একবার বিদেশি কোন মেয়ে পটাতে পারে তবে জীবন সারথক।পায়ের উপর পা তুলেই সারাজীবন কাটবে। এবার চলুন সেলফি পর্বে,আজ আমরা স্মার্ট ফোনের বদৌলতে হজে গিয়ে ফেইসবুকে লাইভ থাকি,সব ফ্রেন্ডরা দেখতে পায় যে আমি হজ করছি বাহ ! কিন্তু সেলফি মার্কা এই হজ আল্লার কাছে কতটা গ্রহনযোগ্যতা পায় তা কি আমরা ভাবি?আমার মনে হয় না যে এই হজ খালিছ নিয়তে হবে ।বাদ বাকি আল্লাহ ভাল জানেন।আপনি হজ হয়ত নাম কামাই করার জন্য গেছেন।দেশে এসে নামের আগে বড় করে হাজী লিখে বসবেন। অবশ্য তার জন্য একটা স্মার্ট ফোন খুবই দরকার।

No comments

Powered by Blogger.