।তাই প্রাইভেট সেবার
গুরুত্ব সেদিন আমার মত মধ্যবিত্ত রোগি হলে কেউ বুজত ।যারা চিকিৎসার জন্য সিলেট
থেকে ঢাকা যেতে পারবেনা আবার সরকারি হাসপাতালে যায়না।প্রাইভেট প্রাক্টিসে অনেক ভাল
মনের মত ডাক্তার পাওয়া যায় । তবে নিতান্ত গরিবরা যাবে কোথায়? মানুষ সিনেমা দেখতে
এসে যদি ডাবল দামে টিকেট কাটে তাতে সমস্যা নাই,কিন্তু বিপদের সময় হাসপাতাল এসে যদি
ভোগান্তির শিকার হয় তা মেনে নেয়া যায়না ।আর যারা গরিব রোগিদের সাথে মানুষ হিসাবে
পাসে দাড়ানোর সময় দুর্বলতার সুযোগ নেয় তারা কেমন আপনাদের কাছে প্রশ্ন ।মহামান্য
হাইকোর্ট আদেশ দিয়েছে ডাক্তার সাহেব দের প্রেশক্রিপশন যেন স্পষ্ট লিখা থাকে ।
কম্পিউটারে হলে বেশ ভাল, কিন্তু অনেক দিন হয়ে গেলেও কে শুনে কার কথা ।যারা এখনও নিজের মত করে লিখেন তারা কি আইন
মানেন না ? নাকি ভাল করে লিখতে পারেন না ।নাকি ভুল ভাল প্রাক্টিসের টাকায়
কম্পিউটার কিনা সম্ভব নয় ।না হলে আমি দেব কিন্তু আমি হয়ত একজনের লিখে দিলাম
সবাইকেতো সম্ভব নয়।
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments