Header Ads

Header ADS
হয়।আর ডায়গনষ্টিক সেন্টার বা ল্যাব যারা চালায় তারাই ঠিক করে মেশিন চালানো জানেনা ,রিপোর্ট এর কি ভুল রিপোর্ট তো মানুষ লিখে।তাছাড়া কার রিপোর্ট কাকে দেয় কে জানে ।অবশ্য কয়েকদিন পর পর অভিযান হলে কিছু ডাক্তার চেম্বার ও কিছু ল্যাব এ তালা ঝুললেও পরে শর্ত সাপেক্ষে জরিমানা দিয়ে ছাড় পেলে আদৌ নিওয়ম মেনে চলে কিনা না কে জানে।একজন সার দিনে ১০০ জন রোগি দেখেন,যা সাধারনত মানুষের পক্ষে সম্ভব নয়,এতে ভুল হওয়া স্বাভাবিক। দরকার হলে রাত ৩ টা । কেউ একটা প্রেশক্রিপশনে যতটুকু জায়গা আছে সব লিখে দেন অসুদ দিয়ে ,রোগ কমতেই হবে,

No comments

Powered by Blogger.