Header Ads

Header ADS
এখানে কি আমাদের কোন দায়িত্ব নেই অন্তত সচেতনতার? আমরা এই অসুদ খেয়ে কিছু ভাল হয়ে ৭ দিন পর আবার যাই।এই রকম পেরেড মারতে মারতে দিন যায় ।রোগ রোগের জায়গায় থাকে বরং বেশি অসুধের খাওয়ার  কারনে ড্রাগ ইন্টারেকশন হয়ে রোগ আরো বাড়ে। আমরা একবারও ভাবিনা যে আমার রোগের সটিক চিকিৎসা কি হচ্ছে নাকি শুদু আরাম পাই ,আরাম তো লতা পাতা খেয়েও পাওয়া যায় । ভেবেছেন? ভাল হয়ে গেলে প্রতি সপ্তাহে ডাক্তারে যাই কেন? যারাই বেশি সচেতন তাদের এই অবস্তা হয়।যে উপর ওয়ালার উপর যতটুকু ভরসা রাখে সে ততটুকু পায় ,আর যে এই ডাক্তার ছাড়া বুজিনা আর টেস্ট না করালে আমার শান্তি লাগেনা তাদের বাড়ি টু ডাক্তার দৌড়ে জীবন যায়। একবারও উপরের দিকে তাকানোর সুযোগ পায় না । 

No comments

Powered by Blogger.