ফ্রিল্যান্সিং শব্দটি এখন আর আমাদের কাছে তেমন নতুন নয় ।
যদিও এ নিয়ে অনেকের অনেকেরই অনেক রকম ধারনা । কেউতো এটাকে সম্পূর্ণ ধান্ধাবান্দা
মনে করে । তারা বলে যে টাকা আয় করা কি এত সহজ ।
তরুনরা ফ্রিল্যান্সিং এ ইদানিং বেশ আগ্রহ নিয়ে ছুটেছে এই
জাতিয় প্রতিষ্টানের দিকে ,যেখানে ফ্রল্যান্সিং শিখানো হয়। তরুনিরাও পিছিয়ে নেই কারন
মানিকগঞ্জের মেয়ে মাসে ১৫০০০০ টাকা আয় করে ফ্রিল্যান্সিং করে । আজ এ বিষয়ে সচ্ছ
ধারনা দেব।যাতে যারা কুধারনা করে তাদের ভুল ভাঙ্গে এবং যাতে এটাকে কাজে লাগিয়ে
বর্তমান ক্রান্তিকালে অন্তত বেকারত্তের অভিশাপের বোঝা মাথায় নিয়ে বয়ে বেড়ানো
শিক্ষিত ছেলেমেয়েরা নিজেকে সাবলম্বি করতে পারে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments